পরের বছর থেকে দিঘায় গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা
আজকাল | ০৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কিছু কাজ এখনও বাকি। তাই এবছর নয়। পরের বার থেকে সৈকত শহর দিঘায় গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেল-এ একথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দিঘায় প্রায় শেষের মুখে জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথের কাঠামোও প্রায় শেষের মুখে বলে জানা যায়। প্রায় ১৫ ফুট উচ্চতার রথগুলি তৈরির জন্য কারিগর নিয়ে আসা হয়েছে ওড়িশা থেকে। যাত্রার জন্য সড়ক তৈরির কাজও পূর্ণোদ্যমে চলছে বলে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয় এবছর থেকেই রথযাত্রার দিন দিঘায় গড়াতে পারে রথের চাকা। কিন্তু নিজে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিলেন, কিছু কাজ বাকি আছে এবং সেটা পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগে শেষ করা জরুরি।