• সায়ন্তিকাদের শপথ নিয়ে সংবিধান অমান্যের অভিযোগ, স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ রাজ্যপালের
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  সায়ন্তিকা ও রেয়াতের শপথ নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্য বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সংবিধান অমান্যের নালিশ করলেন রাজ্যপাল। এবিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সেই রিপোর্টে রাষ্ট্রপতিকে লিখেছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ করিয়েছেন। রিপোর্টে রাজ্যপাল আরও বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী, শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই নিয়ম না মেনে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করিয়ে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন।

    রাজ্যপাল এই অভিযোগ শুধু রাষ্ট্রপতিকে জানিয়েই ক্ষান্ত হননি, বিষয়টি নেটিজেনদের সামনেও তুলে ধরেছেন। ঘটনার ঘন্টা দুয়েকের মধ্যে বিষয়টি তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্ক বাড়িয়েছেন। তিনি সামাজিক মাধ্যমের সেই পোস্টে কয়েকটি প্রশ্ন ও উত্তরে নিজের মতামত ব্যক্ত করেছেন। বোস বলেছেন, ‘‘স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে।’’

    যদিও রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের এই রিপোর্ট পেশে খুশি বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নির্দেশ না মানা প্রসঙ্গে পাল্টা স্পিকার একটি নিয়মের উল্লেখ করেছেন। সেই নিয়ম অনুযায়ী তিনি দাবি করেন, যেহেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে, তাই রাজ্যপালের চিঠি মান্যতা পায় না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করিয়েছেন। বিমানের এই যুক্তিকে পাল্টা খণ্ডন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,‘‘এটি অত্যন্ত সাধারণ জ্ঞান যে, সংবিধান সমস্ত নিয়মের ঊর্ধ্বে।’’

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)