• আগামী বছর দীঘায় রথযাত্রা উৎসব, নির্মীয়মাণ মন্দিরের ভিডিও পোস্ট করে বার্তা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জুলাই ২০২৪
  • বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রার আগে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শোনালেন সুখবর। এবার থেকে জগন্নাথ দর্শন করতে পারবেন বাংলাতেই। কষ্ট করে আর সুদূর পুরীতে যেতে হবে না ভক্তদের। দিঘার সমুদ্রতটে হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে এই সুরম্য মন্দির। তবে এই মন্দিরের উদ্বোধন নিয়ে তর সইছে না রাজ্যের জগন্নাথ ভক্তদের। কবে দ্বারোদ্ঘাটন হবে মন্দিরের? কবে শুরু হবে রথযাত্রা উৎসব? জানা যাচ্ছে, সেজন্য জগন্নাথ ভক্তদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আগামী বছর থেকেই এখানে পুরীর মতো ধুমধাম করে শুরু হবে রথযাত্রা উৎসব। তার আগে কোনও একটা সময়ে উদ্বোধন হয়ে যাবে মন্দিরের। হিডকোর পরিচালনায় খুব দ্রুততার সঙ্গে মন্দিরের নির্মাণ কাজ চলছে। শুক্রবার সেই নির্মাণ কাজের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমের সেই পোস্টে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন তিনি।

    জানা গিয়েছে, মন্দিরে এখনও বেশ কিছু নির্মাণের কাজ বাকি রয়েছে। ফলে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে, সেটা এখনও জানা যায়নি। সম্প্রতি নির্মীয়মাণ জগন্নাথ মন্দির চত্বরে তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। এখন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে রথ সড়ক নির্মাণের কাজ চলছে। সেটা দেখেই অনেকের মনে হয়েছিল, এবারেই হয়তো দিঘায় রথ উৎসব শুরু হয়ে যাবে। শুক্রবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দিঘার নির্মীয়মাণ মন্দিরের ভিডিও পোস্ট করে লেখেন,‘‘দিঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনও শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি।’’

    প্রসঙ্গত আগে এখানে বহু পুরনো একটি জগন্নাথ মন্দির ছিল। সেটি নতুন কলেবরে নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের উচ্চ আদালত হিডকো নির্মিত এই মন্দিরের উদ্বোধনে সম্মতি দিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে দিঘায় জগন্নাথ মন্দির সংক্রান্ত মামলা। এদিন দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,’হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, এতে ভুল কী রয়েছে? পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা  যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। কোনও সমস্যা নেই’। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়ে যাবে রথযাত্রা উৎসব। ফলে জগন্নাথ ভক্তরা দিঘায় নতুন কলেবরে গঠিত বহু পুরনো এই মন্দিরেই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।

    উল্লেখ্য, মামলাকারীর দাবি,’হিডকো শুধু রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই’। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলে। এদিনের শুনানিতে মামলাকারীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রশ্ন,’রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে ভুল কী আছে?’

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)