সোনারপুরে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ ...
আজকাল | ০৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোররাতে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। সোনারপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয়। পরিবারের তিন সদস্যই আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন। জানা গেছে সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী। স্থানীয় সূত্রে খবর তিনি বিজেপি কর্মী। শনিবার ভোর ৩টে নাগাদ তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে, তাঁর স্ত্রীকে এবং পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাড়িতে গোবিন্দের কন্যাও ছিলেন। তাঁর উপর হামলা হয়নি। জানা গিয়েছে, গোবিন্দের স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারী গুরুতর জখম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে দু’জনকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি পারিবারিক গোলমাল।