অতীশ সেন, ডুয়ার্স: চা বাগানে শাক–পাতা তুলতে যাওয়া এক বাচ্চাকে বন্ধুদের সামনে থেকেই তুলে নিয়ে গেল চিতাবাঘ। কিছুক্ষণ পর চা বাগানের ভেতর আধ–খাওয়া অবস্থায় মিলল বাচ্চাটির দেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানে। জানা গিয়েছে তোতাপাড়া চা বাগানের গুদাম লাইনের বাসিন্দা দিলীপ মাহালীর আট বছর বয়সী ছেলে দিলজিৎ মাহালী তার চার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেড়িয়েছিল। বাড়ির কাছেই চা বাগানের ৬ নম্বর সেকশনে তারা ঢেঁকিশাক সহ কিছু জংলি শাক সংগ্রহ করছিল। আচমকাই চা বাগানের ভিতর থেকে একটি চিতাবাঘ বেড়িয়ে দিলজিৎ এর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মুখে করে তুলে চা বাগানের ভিতর লুকিয়ে পড়ে। তিন বন্ধু আতঙ্কে ছুটে গ্রামে ফিরে এসে সকলকে ঘটনাটি জানায়। এর পর স্থানীয় বাসিন্দারা চা বাগানে শিশুটির খোঁজ শুরু করেন। প্রায় আধঘন্টা খোঁজার পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে শিশুটির অর্ধভুক্ত দেহ উদ্ধার হয়। এর পরই বাগানের চা শ্রমিকেরা ক্ষোভে ফেঁটে পড়েন। মানুষখেকো চিতাবাঘটিকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরিস্থিতি সামাল দিতে বানারহাট থানার আইসি, ধূপগুড়ির এসডিপিও গিয়ালসেন লেপচা সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পাশাপাশি বনদপ্তরের মোরাঘাট, বিন্নাগুড়ি রেঞ্জ ও তোতাপাড়া বিটের বনকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে দেহটি উদ্ধার করা হয়েছে, মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে। ওই এলাকায় আগামী ক'দিন বনকর্মীরা নজরদারী চালাবেন। চিতাবাঘের হামলা থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচার চালানো হবে। পাশাপাশি লোকালয়ের কাছে ঘুরে বেড়ানো চিতাবাঘগুলিকে ধরতে খাঁচা পাতা হবে।