আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ এবং ডিআরআই, কলকাতা ভারত–বাংলাদেশ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ৬.৮৬ কোটি টাকা মূল্যের ৯.৬ কেজি সোনা এবং ১১.৫ লক্ষ টাকার অবৈধ নগদ সহ ৭ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত নদিয়া জেলায় ৬৮ ব্যাটেলিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) সঙ্গে যৌথ অভিযানে ১১ নম্বর রাজ্য সড়কে পরপর ৪ টি তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে ১৬টি সোনার ইট এবং ৯.৫৭২ কেজি ওজনের একটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার নগদ এবং সোনার ডেলিভারিতে ব্যবহৃত একটি মারুতি ইকো গাড়িও আটক করা হয়েছে। আটক করা সোনার মোট আনুমানিক বাজার প্রায় সাত লক্ষ টাকা।