পুর এলাকার ভোটে পিছিয়ে কেন? আত্মসমীক্ষার দাবি বাঁকুড়ার তৃণমূল সাংসদের
এই সময় | ০৬ জুলাই ২০২৪
বাঁকুড়া পুরসভা এলাকায় বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী সেই ওয়ার্ডগুলোতে এগিয়ে রয়েছে বিরোধীরা। কেন এমন ফলাফল? পরিষেবা প্রদানের পরেও এই ফলাফল কেন হল, তার সমীক্ষা করার প্রয়োজন রয়েছে বলে জানালেন বাঁকুড়ার নব নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী।‘বাড়ি বাড়ি নানান সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পরেও বাঁকুড়ার মানুষ আমাদের ভোট দেননি, তাঁরা আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের অনেক ভুল ছিল-আমরা শিখলাম।’ বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে জেলা আদালতের আইনজীবি ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের তরফে যৌথ সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
একই সঙ্গে সাংসদ অরূপ চক্রবর্তী আরও বলেন, ‘পুরপ্রধানকে বলেছি আমরা কেন হেরেছি তার 'সমীক্ষা' করতে।’ একই সঙ্গে তাঁর সংযোজন শহর জুড়ে অসংখ্য বেআইনি টোটো, রাস্তা জবর দখল করে দোকান নাকি অন্য কিছু কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার ৬ টিতেই এগিয়ে তৃণমূল। বিজেপি প্রার্থী, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে হারিয়ে সাংসদ হিসেবে প্রথমবার দিল্লী পৌঁছে গিয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্ত্তী। কিন্তু তারপরেও নিজেদের দখলে থাকা ২৪ টি ওয়ার্ড বিশিষ্ট বাঁকুড়া পুরসভার ২১ টিতেই পিছিয়ে শাসক দল। যা তাঁদের গলায় কাঁটার মতো বিঁধছে। এই অবস্থায় সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই অনেকে মনে করছেন।