আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আন্দুল শাখায়। কাজের জন্য শনিবারও এই শাখায় বাতিল হয়েছে ৬৬টি লোকাল। এদিন খড়গপুর থেকে হাওড়ামুখী কোনও ট্রেন ছাড়েনি বলে অভিযোগ যাত্রীদের। সকাল সাতটা নাগাদ ওই স্টেশনে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়। এদিকে, আদ্রা ডিভিশনেও ফের বাতিল হয়েছে ট্রেন। রবিবার তুপকাডি–রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। তার জন্য রবিবার সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৬টা ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যে কারণে ওইদিন ডিভিশনে চলাচলকারী চারটি ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। চারটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।