• রানিনগরে সংঘর্ষ ও বোমাবাজি, আহত অন্তত পাঁচ
    আজকাল | ০৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর থানার ডেপুটিপাড়া গ্রাম। দু’‌পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। 
    গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’‌পক্ষের ছ’‌জনকে আটক করেছে রানিনগর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। 
    স্থানীয় সূত্র জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রানিনগর–২ ব্লকে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বিধানসভা নির্বাচনে রানিনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জিতলেও পঞ্চায়েত নির্বাচনে রানিনগর–২ ব্লকে বাম–কংগ্রেস নেতৃত্ব জোট করে ভোটে লড়ে রানিনগর–২ পঞ্চায়েত সমিতি দখল করে। 
    এবারের লোকসভা নির্বাচনেও রানিনগর–২ ব্লক থেকে বাম–কংগ্রেস জোট তৃণমূলের থেকে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে রয়েছে। 
    স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এক তৃণমূল কর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎই কয়েকজন বাম–কংগ্রেস সমর্থক পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে তাকে মারধর করেন 
    এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তৃণমূল এবং বাম–কংগ্রেস জোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষের সময়ে গ্রামে মুড়ি–মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাবাজিতে আহত হন মুরসেলিম মণ্ডল এবং জাহাঙ্গির আলি মণ্ডল নামে দুই তৃণমূল কর্মী। এছাড়াও কয়েকজন অল্পবিস্তর আহত হন। রানিনগর–২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, ‘‌লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের পর এলাকার বাম–কংগ্রেস জোটের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। সেই কারণে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এবং আমাদের কর্মীদের আতঙ্কিত করতে গ্রামে বোমাবাজি করেছে বাম–কংগ্রেস জোট সমর্থকরা।’‌ তিনি দাবি করেছেন, ‘‌এই বোমাবাজির ঘটনায় দলের অন্তত পাঁচ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’‌ 
    অন্যদিকে রানিনগর–২ ব্লক যুব কংগ্রেস সভাপতি মিলন শেখ বলেন ‘‌সকালে গ্রামে দু’‌পক্ষের লোকেদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল সেই সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বোমা নিয়ে আমাদের লোকেদের উপর হামলা চালাতে আসেন। কিন্তু অসাবধানতাবশত তাদের হাতেই ওই বোমা ফেটে যায়। এর ফলে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে।’‌ মিলন শেখ দাবি করেন, ‘‌সংঘর্ষের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থকদের পাঁচটি বাড়িতে লুটপাট চালিয়েছে।’‌ 
  • Link to this news (আজকাল)