• রেল লাইনের পাশে কিশোরের দেহ‌,‌ চাঞ্চল্য হুগলিতে
    আজকাল | ০৬ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ চুঁচুড়া এবং হুগলি স্টেশনের মাঝামাঝি রেল লাইনের পাশ থেকে উদ্ধার এক কিশোরের দেহ। শনিবার ভোরে স্থানীয়রা দেখতে পান দুই ও তিন নম্বর লাইনের মাঝে পড়ে আছে দেহ। খবর যায় ব্যান্ডেল জিআরপি থানায়। জিআরপি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বছর চোদ্দোর কিশোরের পরিচয় জানা যায়নি। ফুল প্যান্ট আর রঙিন স্যান্ডো গেঞ্জি পরনে ছিল তার।
     হুগলি স্টেশন প্লাটফর্মের দোকানদার ও স্থানীয়রা জানান, ভোর পাঁচটা নাগাদ একটি আপ লোকাল দুই নম্বর লাইন দিয়ে হাওড়ার দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। একই সঙ্গে তিন নম্বর লাইন দিয়ে তখন একটা মালগাড়ি ব্যান্ডেলের দিকে যায়। ট্রেন চলে যাওয়ার পর দেখা যায় হুগলি প্লাটফর্মে ঢোকার একশো মিটার আগে দুই লাইনের মাঝে পরে রয়েছে দেহ। ট্রেন থেকে পড়ে নাকি, পোস্টে ধাক্কা লেগে গিয়ে মৃত্যু তা স্পস্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ব্যান্ডেল জিআরপি থানা সূত্রে জানা গেছে, মৃত কিশোরের পরিচয় পেতে সব থানায় ছবি সহ মেসেজ পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)