উত্তরে ভারী দুর্যোগের আশঙ্কা, দক্ষিণে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ...
আজকাল | ০৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে জারি থাকবে ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে রয়েছে ফের ধস নামার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের আট জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ভারী নয়, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।