বরুণ সেনগুপ্ত: বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। তারপর বিয়ে করতে অস্বীকার। এমনই অভিযোগ উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
নির্যাতিতার অভিযোগ, আড়াই বছর ধরে তাঁদের মধ্য সম্পর্ক ছিল। সেই সময় তাঁকে শুভজিৎ সরকার জানায় যে তাঁর বিয়ে হয়নি। সম্প্রতি তিনি জানতে পারেন যে, তাঁর ৩টি বিয়ে। একথা জানতে পেরে তিনি যখন শুভজিৎ সরকারকে এই জিজ্ঞাসা করেন, কাউন্সিলর শুভজিৎ সরকার ওই মহিলাকেই অস্বীকার করেন। এরপরই বাধ্য হয়ে তিনি মহিলা থানায় অভিযোগ করেন।
অভিযোগ দায়ের হওয়ার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই কাউন্সিলর। যদিও অভিযুক্ত কাউন্সিলর শুভজিৎ সরকারের দাবি, ওই মহিলার মাথার ঠিক নেই। ওদিকে উত্তর বারাকপুর পুরসভার পুরপ্রধান জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। ইতিমধ্যেই এই ঘটনায় পালটা তোপ দেগেছে বিরোধীরাও। বিরোধীদের দাবি, এরা ভোটের সময় ভালো সেজে মানুষের থেকে ভোট নেয়। তারপর এদের আসল মুখোশটা বেরিয়ে পড়ে। তৃণমূলের চরিত্র-ই এটা।