সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি-কোচবিহার। একাধিক এলাকা জলের তলায়। চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। ঘরে জল ঢুকে যাওয়ায় বাড়ি ছাড়ার উপক্রম। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রতিবছর এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। যা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা।
গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে (Jalpaiguri) ১৫৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মহামায়া পাড়া, পান্ডাপাড়া , স্টেশন রোড-সহ একাধিক এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রায় হাঁটু সমান জলে বাজার ও প্রতিদিনের কাজ সারতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে, করলা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জল ঢুকেছে নদী তীরবর্তী পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ এলাকায়। তাতে ফের ঘর ছাড়ার উপক্রম বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর নিয়ম মেনে বর্ষা আসে, তেমন ভাবে তাঁরাও জল যন্ত্রণার শিকার হন। বার বার স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভাকে সমস্যার কথা জানালো হলেও তা সমাধান করা হয়নি। ২৫ নম্বর ওর্য়াডের বাসিন্দা নারায়ণ হোড় বলেন, “প্রতিবছর যেমন দুর্গাপুজো, বর্ষা আসে তেমন জলের সমস্যা আসে। স্থানীয় প্রতিনিধিকে জানিয়ে লাভ হয় না।”
শহরের অন্য প্রান্তের বাসিন্দা অমিত কুমার দাস বলেন, “অনান্য বারের থেকে এবারে বৃষ্টির পরিমাণ বেশি। জল জমে যাওয়ায় অসুবিধাত হচ্ছেই। জোকের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে।” জলপাইগুড়ি ছাড়া আরও এক গুরুতপূর্ণ শহর কোচবিহারের (Cooch Behar) একাধিক এলাকা জলের তলায়। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ার চিন্তায় রয়েছেন বাসিন্দারা।