বেআইনি পার্কিং বন্ধে কড়া পদক্ষেপ, আধিকারিকদের বিশেষ পরামর্শ মেয়রের
এই সময় | ০৬ জুলাই ২০২৪
শহরের যত্র তত্র বেআইন পার্কিং রুখতে সচেষ্ট পুরসভা। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বিশেষ পরামর্শ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর তিনি বলেন, 'পুর আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট করতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনও গাড়ি নিয়ে গিয়ে দেখতে হবে কোথাও কোনও বেআইনি পার্কিং হচ্ছে কিনা।'শহরে বেআইনি পার্কিং নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গিয়েছে সাধারণ মানুষের কণ্ঠে। এবার এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, 'বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।' আধিকারিকদের 'সারপ্রাইজ ভিজিট' করার পরামর্শ দিয়েছেন ফিরহাদ হাকিম।
ডেঙ্গি প্রসঙ্গে ফিরহাদ হাকিম
উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই প্রবেশ করেছে বর্ষা। আর এই পরিস্থিতিতে শহরে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণ করা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বলেন, 'এই বছর ডেঙ্গির প্রাদুর্ভাব ৩৭ শতাংশ কম। আমরা প্রচার চালাচ্ছি সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এই বছর ১১২ জন রোগী এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। গত বছর এই সংখ্যাটা বেশি ছিল। সাধারণ মানুষ যদি সচেতন হন তবেই ডেঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব।' ছাদে জল জমতে দেওয়া চলবে না, যত্র তত্র ময়লা জমিয়ে রাখলে বিপদ বাড়তে পারে বলে মতামত পুরসভার কর্মীদের একাংশের।
পাটুলির ভাসমান বাজার প্রসঙ্গে ফিরহাদ হাকিম
পাটুলির ভাসমান বাজার ধুমধাম করে চালু হলেও তা প্রায় 'ডুবে গিয়েছে'। লাভের মুখ দেখেননি ব্যবসায়ীরা। নৌকা নিয়ে হাজার একটা সমস্যার মুখে তাঁদের পড়তে হয়েছে বলে তাঁরা দাবি করেছিলেন। জল নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণে মশার উপদ্রব হচ্ছিল বলেও দাবি করেছিলেন ব্যবসায়ীদের একাংশ। এবার পাটুলির ভাসমান বাজার নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম। কাশ্মীরের ব্যবসায়ী প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'তাঁরা নিজেদের নৌকা নিজেরাই মেরামত করেন।' এক্ষেত্রে হকারদের সদর্থক ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।
শোভন-কুণাল সাক্ষাৎ প্রসঙ্গে ফিরহাদ
সম্প্রতি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এই নিয়ে অবশ্য তিনি যে বিশেষ আগ্রহী নন তা স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।