চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল রায়, জানালেন পুত্র শুভ্রাংশু...
আজকাল | ০৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন মুকুল রায়। এখনও তিনি ভর্তি রয়েছেন আইসিইউতে। তবে শুক্রবার তাঁকে বের করে আনা হয়েছে ভেল্টিলেশন থেকে। এমনটাই জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। শনিবার বিকেলে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। এদিন শুভ্রাংশু বলেন, 'বাবা আইসিইউতে রয়েছেন, অক্সিজেন সাপোর্টে রয়েছেন, অপারেশন হওয়ার পর যে অবস্থা ছিল তার থেকে ভাল আছেন।' রাজ্য রাজনীতিতে তাবড় নেতা মুকুল রায়। মুকুল পুত্র জানান, তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিয়ত খোঁজ রাখা হচ্ছে মুকুলের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দলের নেতাদের তরফে খোঁজ রাখছেন মুকুলের। শুভ্রাংশু বলেন, 'মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যে রয়েছেন। অভিষেক ব্যস্ততার মধ্যে রয়েছেন। তাই হয়তো আসতে পারছেন না। কিন্তু দলের তরফে খোঁজ নিচ্ছেন তাঁরা। এমনকি বিজেপির তরফেও খোঁজ রাখা হচ্ছে মুকুলের।' চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই জানিয়েছেন শুভ্রাংশু। তিনি বলেন, ডাকলে সাড়া দিচ্ছেন মুকুল। এখনও পুরোপুরি জ্ঞান আসেনি, তবে আগের থেকে ভাল আছেন। রাইস টিউবে খাওয়ানো হচ্ছে তাঁকে। মূল যে সমস্যা ছিল মাথা থেকে রক্ত বেরোনো সেটা বন্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু ব্রেনের অপারেশন সেক্ষেত্রে সময় লাগতে পারে, তবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন মুকুল।