• রাত পোহালেই রথযাত্রা, জমজমাট বাজার
    আজকাল | ০৭ জুলাই ২০২৪
  • কৌশিক রায়

    রথের দিন সাধারণত খুদেদের ছোট রথ নিয়ে বেরোতে দেখা যায়। দাম জিজ্ঞেস করায় ওই বিক্রেতার বক্তব্য, '১০০ টাকা থেকে শুরু। সেগুলো একদমই ছোট রথ। তারপর ১২০ টাকা, ১৫০ টাকা থেকে ৬০০ টাকারও রথ রয়েছে।' কোনো রথের ভেতরেই মূর্তি রাখা নেই। আলাদা করে মূর্তি বিক্রি করছেন বিক্রেতারা। সব দামের রথই কার্যত সাজানো পুরোদস্তুর। একই চিত্র মানিকতলাতেও। মানিকতলা বাজারের এক ব্যবসায়ী জানালেন, '১২০ টাকায় একদম ছোট রথ পাওয়া যাচ্ছে। ৫৫০ টাকা, ৬৫০ টাকারও রথ রয়েছে। পাতলা প্লাই দেওয়া রথ বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। অপেক্ষাকৃত মোটা প্লাইয়ের রথের দাম ৬৫০ টাকা।' রথের সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিরও প্রবল চাহিদা। একদম ছোট মূর্তির দাম ২০ টাকা। ছুঁয়েছে ৭০ টাকা পর্যন্ত।
  • Link to this news (আজকাল)