রথযাত্রায় শহরের একাধিক রাস্তায় ট্রাফিকের উপর প্রভাব, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
এই সময় | ০৭ জুলাই ২০২৪
রবিবার শহরে একাধিক ছোট-বড় রথ পথে নামবে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে শহরের ট্রাফিকের উপর। কোন রাস্তাগুলির উপর সবথেকে বেশি প্রভাব পড়বে? জানাল কলকাতা ট্রাফিক পুলিশ।রবিবার ছুটির দিনে এই বছর রথযাত্রা পড়েছে। ফলে রাস্তাঘাটের লোকজন অনেক কম থাকার সম্ভাবনা। তবে বহু মানুষ রথের রশি টানতে পথে নামবেন। কোন কোন রাস্তার উপর, কোন সময় প্রভাব পড়তে পারে রথযাত্রার জন্য?
সকাল ১১ টায় সি.আর. অ্যাভিনিউ, অরবিন্দ সরণির উপর প্রভাব পড়তে পারে। দুপুর ১ টায় অ্যালবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ.জে.সি. বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এস.পি.এম. রোড, এ.টি.এম. রোড, এক্সাইড ক্রসিং, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, আউটরাম রোডে প্রভাব পড়তে পারে।
দুপুর ১টার দিকে ডক ইস্ট বাউন্ডারি রোড,সিজিআর রোড, রামনাথ পাল রোড, হেম চন্দ্র স্ট্রিট, মোহন চন্দ্র দত্ত রোড, মাইকেল দত্ত স্ট্রিট, ডিএইচ রোড, একবালপুর ক্রসিং, ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউ, ডি এল খান রোড, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, এলগিন রোড, অ্যালেনবি রোডে প্রভাব পড়তে পারে। দুপুর ২টো নাগাদ শ্রী শ্রী জিতেন্দ্র মঠ, শ্রীধর রায় রোড, পিকনিক গার্ডেন রোড, ই এম বাইপাস, ডা. জি এস বোস রোডে প্রভাব পড়তে পারে।
দুপুর সাড়ে তিনটে নাগাদ ডিকেডি রেলওয়ে কোয়ার্টার, বেলগাছিয়া ভিলা, মিল্ক কলোনি, দত্ত বাগান ক্রসিং, রাজা মণীন্দ্র রোড, পাইকপাড়া মোড় (টালা পার্ক অ্যাভিনিউ), ইন্দ্র বিশ্বাস রোড, বেলগাছিয়া রোড, আর.জি. কর রোড, রাজা দিনেন্দ্র স্ট্রিট, গৌরী বাড়ি ক্রসিং, অরবিন্দ সরণি, খান্না ক্রসিং, হাতিবাগান ক্রসিং, বিধান সরণির ট্রাফিকের উপর প্রভাব পড়তে পারে।
বিকেল ৪টে নাগাদ খগেন চ্যাটার্জি রোড, বিবি বাজার, কসিপুর রোড, বরানগর বাজার, কে দত্ত রোড, সিঁথি মোড়, বিটি রোড, চিড়িয়া মোড়, দমদম রোডে ট্রাফিকের উপর প্রভাব পড়ার সম্ভাবনা। বিকেল ৪টে নাগাদ বেহালা চৌরাস্তা, ডি.এইচ. রোড (উত্তর ও দক্ষিণ), সাখের বাজার, শিলপাড়া, রথ বাড়ি মোড়, বোস পাড়া এলাকায় ট্রাফিকের উপর প্রভাব পড়তে পারে।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আরডি স্ট্রিট, বিবেকানন্দ রোড, মানিকতলা ক্রসিং, এপিসি রোড, খান্না ক্রসিংয়ে ট্রাফিকের উপর প্রভাব পড়তে পারে। এছাড়াও শ্যামবাজার পাঁচ মাথার মোড়, রাজা দিনেন্দ্র স্ট্রিটেও এই সময় রথের জন্য যানচলাচলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে ৬টা নাগাদ পাহাড়পুর রোড, বান্ধা বরতলা মোড়, ব্যানার্জি বাগান মোড়ে প্রভাব পড়ার সম্ভাবনা।