ফের সোনার দোকানে ডাকাতি, প্রমাণ লোপাটে হার্ডডিস্ক নষ্ট দুষ্কৃতীদের
এই সময় | ০৭ জুলাই ২০২৪
রাজ্যজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা চিন্তার ভাঁজ ফেলছে পুলিশ প্রশাসনের কপালে। শনিবার গভীর রাতে মালদায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় শোরগোল পড়ল। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়।জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি সোনার দোকান রয়েছে। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এই দোকানে ডাকাতি করে। মোট ২ লাখ টাকার গয়না খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে থাকা প্রমাণ লোপাট করার জন্য হার্ড ডিস্কও নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে এলাকার একটি পাইপের দোকানেও চুুরি হয়। এরপর এই ঘটনায় আতঙ্কে রয়েছেন তাঁরা।
কিছুদিন আগেই আসানসোলে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। ঘটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলেছিল দুষ্কৃতীদের। এবার সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল মালদার ইংরেজ বাজারে।
ইংরেজ বাজারের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা স্বপন কুমার আচার্য বলেন, 'কিছুদিন আগেই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল। রবিবার সকালে শুনলাম সোনার দোকানে ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকাবাসী আতঙ্কিত।'
এই ঘটনায় দোকানের মালিক তাপস সাহা বলেন, ‘শনিবার সাড়ে সাতটা নাগাদ আমি দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম। ভোরবেলা আমার পাশের দোকান থেকে ফোন করে বলে যে আমার দোকানে ডাকাতি হয়েছে। আমার দোকানে ক্যামেরা লাগানো ছিল। কিন্তু, দুষ্কৃতীরা সঙ্গে করে হার্ডডিস্কও নিয়ে চলে গিয়েছে। আমরা পাইপের দোকানে চুরির পর আতঙ্কিত ছিলাম। দ্রুত পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করুক এমনটাই চাইছি।’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকান মালিককে। সিসিটিভি ফুজেট দেখে তথ্য পাওয়ার কোনও সম্ভাবনা সেভাবে নেই। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
কয়েকদিন আগেই বজবজের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। দিনে দুপুরে সেই ডাকাতির ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই জয়নগরের অরূপ মঞ্চ এলাকাতে সোনার দোকানে ডাকাতি হয়। একের পর এক ঘটনা রীতিমতো চিন্তায় ফেলছে পুলিশ প্রশাসনকে। আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরাও। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য আর্জি জানানো হচ্ছে তাঁদের তরফে।