• সাড়ম্বরে মাসির বাড়ির পথে এগিয়ে গেল প্রাচীন গুপ্তিপাড়ার রথ...
    আজকাল | ০৭ জুলাই ২০২৪
  • মিল্টন সেন: রাজ্যের অন্যতম প্রাচীন রথযাত্রার মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা। জানা যায়, ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসুদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ। এই বছর রথ যাত্রার ২৮৪ বছর। রথযাত্রা ছাড়া বছরের অন্যান্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। চারতলা এই রথের উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ ৩৪ ফুট। আগে রথে ছিল বারোটা চূড়া, বর্তমানে নয়টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে পাড়ি দেন এক কিলোমিটার দূরে মাসির বাড়ি গোসাঁইগঞ্জ-বড়বাজার এলাকায়। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে এদিন ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)