আজকাল ওয়েবডেস্ক: ফের রাজ্যে গণপিটুনির ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ভাঙড় থানা থেকে ৫০০ মিটার দূরত্বে ঘটেছে এই খুনের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে পুলিশ। জানা গিয়েছে, ভাঙড় থানা থেকে কিছুটা দূরেই চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটে রবিবার ভোরবেলা। ওই অবস্থাতেই রাস্তায় ফেলে রাখা হয় যুবককে। সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম আজগর মোল্লা।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছিল। রাতে পাহারাদার রাখা হলেও চুরি কমেনি। এরই মধ্যে রবিবার ভোরে আজগরকে রাস্তায় দেখতে পান কয়েকজন। অভিযোগ, তিনি চুরি করতে এসেছিলেন। দোকানে বেঁধে তাঁকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। মারের পর সেখানেই পড়েছিল দেহ। সকালে উঠে স্থানীয় বাসিন্দারা অনেকে ভেবেছিলেন নেশা করে পড়ে রয়েছে আজগর। পরে জানতে পেরে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। স্থানীয় সূত্রে খবর, ডেকরেটার্সের ব্যবসা ছিল আজগরের। বর্তমানে, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।