• খেলতে খেলতে ছয়তলার সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু শিশুর ...
    আজকাল | ০৭ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে আবাসনের ছয়তলা থেকে নিচে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালিগঞ্জে।
    বালিগঞ্জে সেনা আধিকারিকদের আবাসনের পাশেই পরিচারক কোয়ার্টারে ঘটনাটি ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বোনের সঙ্গে খেলাধুলো করছিল দাদা। সেই সময় তাদের বাবা, মা ঘরেই ছিলেন। ছয়তলার সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামছিল দুজনেই। খেলতে খেলতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং থেকে নিচে পড়ে যায় ৬ বছরের ওই শিশু। কান্নাকাটির শব্দ শুনেই ছুটে আসেন আবাসিকরা। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (আজকাল)