সরকারি জমি পুনরুদ্ধারে কড়া বার্তা ভূমি দপ্তরের সচিবের
আজকাল | ০৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে রাজ্য সরকার ব্লক স্তরে পর্যালোচনা শুরু করছে। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা আগামী মাস থেকে জেলা ও ব্লক স্তরে বৈঠক করে খাস জমি পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি প্রশাসনিক বৈঠকে খাস জমির পুনরুদ্ধারের ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়ার পরে প্রশাসনিক স্তরে এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। সেই কাজের অগ্রগতির পর্যালোচনা করতে এই সিদ্ধান্ত। এদিকে ভূমি দপ্তরের সচিব বিবেক কুমার কাজে গতি আনতে বিএলআরও সহ দপ্তরের প্রায় ৫০০ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জবরদখলকারীদের হাত থেকে সরকারি জমি রক্ষার পাশাপাশি রাজস্ব ফাঁকি আটকানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর কাজ দ্রুত শেষ করতে হবে। জমির দীর্ঘ মেয়াদী লিজের আবেদন দ্রুত মঞ্জুর করার এবং ইটভাটা রয়্যালিটি বাবদ টাকা দ্রুত আদায়ের জন্য ভূমি সচিব ওই বৈঠকে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।