• খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে সোজা নীচে, শিশুর মর্মান্তিক মৃত্যু শহরে
    এই সময় | ০৭ জুলাই ২০২৪
  • খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। সিঁড়ির র‍্যালিং থেকে পড়ে গিয়ে মৃত্যু ৬ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের সেনা ক্যাম্পের জামানা বিল্ডিংয়ে। শিশুমৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বালিগঞ্জ সেনা ক্যাম্পের জামানা বিল্ডিংয়ে বাবা-মায়ের সঙ্গে থাকত ছয় বছরের শিশুটি। নিজের দিদির সঙ্গে খেলছিল সে। খেলার সময়ই ছয় তলার সিঁড়ির র‍্যালিং থেকে অসাবধানতাবশত পড়ে যায় শিশুটি। সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে অনেকটাই নীচে চলে যায়।

    সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বাচ্চাটি। ছ’তলা থেকে পড়ে যাওয়ার কারণে শিশুটির মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণও হয়। চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির লোকজন। ওই আবাসনের অন্যান্য আবাসিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল থেকে জানানো হয়, রাস্তাতেই মৃত্যু হয় শিশুটির। ঘটনায় ভেঙে পড়ে গোটা পরিবার। শিশুটি আচমকা সিঁড়ি থেকে পড়ে গেল কী ভাবে পড়ে গেল, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, আবাসন কর্তৃপক্ষও ঘটনা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

    তবে, দুই শিশু এত রাতে ওখানে কেন খেলা করছিল? বাড়ির অন্যান্য পরিবারের সদস্যরা কেন বিষয়টি খেয়াল করেননি? সবার অলক্ষ্যে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া চলছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শিশুটির মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির বাবা দুর্গা নায়েক ওই আবাসনে পরিচারকের কাজ করেন। তিনি তাঁর স্ত্রী এবং শিশুকে নিয়ে ওই আবাসনের ছয়তলায় থাকতেন। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। শিশুটি সিঁড়ির পাশের রেলিংয়ের উপর উঠে স্লিপ কাটার মতো খেলায় মেতেছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।
  • Link to this news (এই সময়)