• বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার বিশেষ চমক, থিম ঘোষণা শ্রীভূমির
    এই সময় | ০৭ জুলাই ২০২৪
  • শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। থিম বনাম সাবেকি পুজোর লড়াই দীর্ঘদিনের। থিম দিয়ে থিম পুজোকে টেক্কা দেওয়ার বিষয়টিও নতুন নয়। কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। গত কয়েক বছর ধরেই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমির পুজো। এই বছরে কোন থিমে সাজতে চলেছে তাদের পুজোমণ্ডপ? তা জানার জন্য মুখিয়ে সাধারণ মানুষ। এবার পুজোর থিম জানাল এই ক্লাব।রবিবার রথযাত্রার দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁজিপুজো অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে এবার শ্রীভূমির পুজো মণ্ডপ তৈরি হবে। আলোর কারুকার্য এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে জানা যাচ্ছে। তিরুপতি মন্দিরের আদতে সাজানো হবে মণ্ডপ। আর মণ্ডপ সজ্জায় থাকবে কারুকার্যের বিশেষ চমকও।

    এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরও অনেকেই। পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এদিন সংগীত পরিবেশন করেন। এদিন অনেকের হাতেই গজা এবং মিষ্টি তুলে দেন সুজিত বসু। স্বাভাবিকভাবেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর বাজেট কত, তা নিয়ে প্রশ্ন উঠছেই। কিন্তু, এই নিয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ কিছু জানাতে নারাজ। পুজোর পর অডিটে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

    গত বছর ডিজনিল্যান্ডের থিমে সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই থিমে চমক ধরে রেখেছে এই পুজো। দশনার্থীদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি, থিমে চমক দিতে কোনওবারই লক্ষ্যভ্রষ্ট হয় না এই পুজোর উদ্যোক্তারা। অষ্টমী, নবমীর মতো দিনগুলিতে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় ক্লাব কর্তাদের। এই বছরও ভিড় মোকাবিলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে ক্লাব সূত্রে খবর। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে সমস্ত গেটেই। পাশাপাশি প্রবেশ এবং মণ্ডপ থেকে বার হওয়ার জন্য উপযুক্ত গেট করা হবে, যাতে ভিড়ে কোনও সমস্যা না হয়।

    এই বছরও একইরকমভাবে ভিড় হবে এই পুজো মণ্ডপে, আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের কথায়, ‘আমাদের পুজোকে সাধারণ মানুষ বরাবর ভালোবাসা দিয়ে এসেছে। এবারেও তার ব্যতিক্রম হবে না বলে আমরা আশা করছি। অন্যান্য বারের মতো প্রচুর মানুষের ভিড় হবে।’
  • Link to this news (এই সময়)