মিল্টন সেন,হুগলি: রথযাত্রা, আনন্দ উৎসবের মাঝেই বিষাদ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের। আহত আরও তিন আরোহী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুঢড়া থানার অন্তর্গত বসিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। মৃত দুজন হলেন ইরা মান্না (৬৫) এবং সুমিত কুমার জানা (৫১), দুজনেরই বাড়ি কলকাতার বেহালায়। জানা গেছে, একটি গাড়িতে তারাপীঠ থেকে কলকাতা ফিরছিল পরিবারটি। বর্ধমানের দিক থেকে কলকাতা ফেরার পথে গুড়াপের বসিপুরে দুর্ঘটনায় কবলে পড়ে তাঁদের সুইফ্ট ডিজায়ার গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গাড়ির চালকসহ পাঁচ জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে গুড়াপ থানার পুলিশ। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।