• মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ কান্দি রাজ পরিবারের রথযাত্রা ...
    আজকাল | ০৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় আড়াইশো বছর আগে মুর্শিদাবাদের কান্দি রাজ পরিবারে রথযাত্রার সূচনা করেন তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু।

    দীর্ঘ সময় পার হওয়ার পরও এখনও একটুও জৌলুস কমেনি রাজ পরিবারের রথযাত্রা উৎসবের। রথের দিন প্রায় ২৫-৩০ হাজার মানুষ রাজ পরিবারের রথের রশিতে টান দিতে কান্দি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কান্দি চক এলাকায় জড়ো হন। রাজ পরিবারের রাধাবল্লভ জিউর মন্দিরের পাশেই বসে বিরাট মেলা। কান্দি ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই মেলা দেখতে ভিড় জমান।

    কান্দি রাজ পরিবারের মন্দিরের পুরোহিত প্রশান্ত অধিকারী বলেন, 'প্রায় আড়াইশো বছর আগে লালাবাবু পুরী গিয়েছিলেন। সেখানে জগন্নাথদেবের রথযাত্রা দেখে তাঁর খুব ভাল লেগেছিল। এরপর কান্দিতে ফিরে তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং রথ যাত্রার সূচনা করেন।'

    সেই থেকে আজও প্রত্যেক বছর জাঁকজমক করে অনুষ্ঠিত হয় রাজ পরিবারের রথযাত্রা। প্রশান্ত অধিকারী বলেন, 'দীর্ঘদিনের নিয়ম অনুসারে রথযাত্রার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাধাবল্লভ জিউর মন্দির থেকে তিনটি রথে করে শহর পরিক্রমা করতে বার হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কান্দি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রাতের মধ্যে আবার মন্দিরে ফিরে আসেন দেবতারা।'

    তিনি বলেন, 'বহু বছর আগে দেবতাদের জন্য পৃথক মাসির বাড়ি ছিল। কিন্তু কালের গর্ভে সেই মাসির বাড়ি বিলীন হয়ে গেছে। সেকারণে মন্দিরের ভেতরেই পৃথক একটি ঘরকে মাসির বাড়ি হিসেবে ব্যবহার করা হয়। দেবতারা শহর পরিক্রমা করে এসে মাসির বাড়িতেই সাত দিন থাকেন।'

    তবে স্থানীয় সূত্রে জানা গেছে রথযাত্রার পুজো, দেবতার অধিষ্টান সহ সব কিছুই রাজ পরিবারের তরফ থেকে করা হলেও রথযাত্রার দায়িত্বে রাজ পরিবার থাকে না। লোকশ্রুতি, বহু বছর আগে রাজ পরিবারে রথের চাকায় পিষ্ট হয়ে একজন নাকি মারা গিয়েছিলেন। তারপর থেকে রাজ পরিবার আর রথযাত্রার দায়িত্বে থাকে না। কান্দি রথযাত্রা উদযাপন কমিটি এখন রাজ পরিবারে রথযাত্রা আয়োজন করে থাকে।
  • Link to this news (আজকাল)