• রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী, মহা ধুমধামে যাত্রা শুরু করল ইসকন মন্দিরের রথ ...
    আজকাল | ০৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরনে লাল পাড়ের সাদা শাড়ি। হাতে পুজোর ডালি। মন্দিরে পৌঁছে ঘুরে ঘুরে পুজো দিলেন। টান দিলেন রথের রশিতে। ইসকন মন্দিরের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবী। ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) আচার্য সত্যম রায়চৌধুরী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও রথের রশিতে টান দেন। 
    ইতিমধ্যেই দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষ। আগামী বছর থেকে সেখানেও হবে রথযাত্রা। মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। রবিবার ইসকন মন্দির থেকে বেরিয়ে তার জন্য সকলকে আগাম আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পরের বছর থেকে আমরা দিঘায় বড় করে রথযাত্রা করব। আপনারা সকলে আসবেন। নিমন্ত্রণ রইল।' 
    বৃষ্টি বাদ সাধলেও এদিন দুপুরে নির্দিষ্ট সময়েই মুখ্যমন্ত্রী পোঁছে যান মিন্টো পার্কের ইসকন মন্দিরে। কথা বলেন সন্ন্যাসী ও পূজারিদের সঙ্গে। ফুল-মালা ও প্রদীপ দিয়ে থালা সাজিয়ে আরতি করলেন। বৃষ্টির জন্য নিরাপত্তারক্ষীরা তাঁর মাথায় ছাতা ধরে তাঁকে মন্দির পর্যন্ত পৌঁছে দেন। মন্দির চত্বরে যখন তিনি ঘুরে ঘুরে পুজো দিচ্ছিলেন তখনও তাঁর মাথায় ছিল ছাতা।
    প্রতি বছরেই এই দিনটিতে মুখ্যমন্ত্রীর বাঁধাধরা কর্মসূচির মধ্যে একটি হল ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করা। এবারেও তাই দেখা গেল।
  • Link to this news (আজকাল)