৩৫ হাজার আসনে ভর্তির সুযোগ, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয় শুরু ১০ জুলাই...
আজকাল | ০৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হবে আগামী বুধবার ১০ই জুলাই। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পাঁচ আগস্ট পর্যন্ত এই কাউন্সেলিং চলবে। রাজ্যের সরকারি, বেসরকারি মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা কানসেলিংয়ের মাধ্যমে ভর্তি হতে পারবেন। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্যে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। পরে মেধাতালিকা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার সব বিভিন্ন বিভাগে মোট ৩৫ হাজার আসনে ভর্তি হতে পারবেন প্রার্থীরা। উল্লেখ্য, এবছর ইঞ্জিনিয়ারিং-এ আসন সংখ্যা বেড়েছে প্রায় ৬ হাজার।