আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার বিকেলে কলকাতার পশ্চিম চৌবাগা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, কারখানায় আগুন লেগে যাওয়ায় এক ব্যক্তি ওপর থেকে ঝাঁপ মারেন বাঁচার জন্য।
তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানায়নি পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, প্লাস্টিক কারখানা হওয়ায় ভেতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল। সেই থেকেই কোনোভাবে আগুন লেগেছে। ঘটনায় এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। এখনও পর্যন্ত নিহতের খবর মেলেনি।