• এক মেলায় খোয়া গেল সাত সোনার চেন, তিন মহিলার কাণ্ডে তাজ্জব পুলিশ ...
    আজকাল | ০৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জগন্নাথদেবের রথের রশি টানার অছিলায় মেলায় মহিলাদের গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে তিন মহিলাকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ধৃতদের সোমবার বহরমপুর আদালতে পেশ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ৭টি সোনার চেন। যার মূল্য কয়েক লক্ষ টাকা।

    পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত একজনের নাম স্বপ্না দাস। তার বাড়ি বহরমপুর থানার ধোপঘাটি এলাকায়। ছিনতাইয়ের কাজে তাকে সাহায্য করার জন্য হুগলি জেলার ভদ্রেশ্বর খাঁপুকুর এলাকার বাসিন্দা বিমলা খাটিক এবং কলা বাজার এলাকার বাসিন্দা বাসন্তী সাহা নামে আরও দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সাতটি সোনার চেন।

    বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'রবিবার বহরমপুর শহরে ভৈরবতলা, টেক্সটাইল মোড়, গির্জার মোড়, কাদাই এলাকাতে রথের মেলা এবং রথযাত্রা চলার সময় একাধিক মহিলার গলা থেকে চেন ছিনতাইয়ের অভিযোগ আমাদের কাছে আসে। ছিনতায়ের ঘটনার পরেই বহরমপুর থানার পুলিশের কাছে দুটি লিখিত অভিযোগও জমা পড়ে। তদন্তে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে এই ঘটনার সঙ্গে তিন মহিলাই জড়িত রয়েছে।'

    এরপর রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বাসন্তী সাউ এবং বিমলা খাটিককে গ্রেপ্তার করে। তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে জানা যায় ছিনতাইর এই চক্রের মূল মাথা স্বপ্না দাস।

    পুলিশ সূত্রে জানা গেছে, রথের মেলাতে ভিড় হবে এবং সেইসময় ছিনতাই করা সুবিধাজনক হবে এই পরিকল্পনা করে স্বপ্না বিমলা এবং বাসন্তীকে ভাড়া করে নিয়ে এসেছিল। দুই মহিলাকে জেরা করে রবিবার রাতেই বহরমপুর থানার পুলিশ স্বপ্না দাসের বাড়িতে পৌঁছে যায়। সেখান থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া সাতটি সোনার চেন। গ্রেপ্তার করা হয় স্বপ্নাকে।
  • Link to this news (আজকাল)