• সন্দেশখালির ঘটনা সহ ৪৩টি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের...
    আজকাল | ০৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মোট ৪৩টি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের মোট ৪৩টি মামলার তদন্তভার হাতে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এর মধ্যে ছিল সন্দেশখালির ঘটনা সহ রেশন দুর্নীতির মত গুরুত্বপূর্ণ মামলা। এই ৪৩টি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, সবকটি মামলারই তদন্ত চালিয়ে যাবে সিবিআই। সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় স্বতপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাই কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

    তার বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হয় রাজ্যের তরফে। সোমবার সেই ঘটনাতেই শীর্ষ আদালত জানিয়েছে, ঘটনার তদন্তভার থাকবে সিবিআইয়ের হাতেই। এই সিদ্ধান্তের পর তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে থাকবে সেটা খুব ভাল কথা। কিন্তু সেটা কত বছর ধরে চলবে এবং কতটা নিরপেক্ষতা থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন শুধু তৃণমূল নয় সাধারণ মানুষও সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। তার উদাহরণ হল ২০২৪ সালের লোকসভা নির্বাচন। যে সন্দেশখালি নিয়ে এত মাতামাতি হল সেখান তিন লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। এবার এই যে তদন্তভার দেওয়া হল সিবিআইকে তা আদৌ কবে শেষ হবে তা কারোর জানা নেই’।
  • Link to this news (আজকাল)