কড়া সুপ্রিম কোর্ট, ৯০ দিনের মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ করতে হবে উপাচার্য...
আজকাল | ০৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। এই মামলায় এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, তিন মাসের মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে। এর জন্য তিন সদস্যের সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে উপাচার্য নিয়োগে কমিটি গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে। এবার সুপ্রিম নির্দেশে কার্যত রাজ্য সরকারেরই জয় হল বলে মনে করছে রাজনৈতিক মহল। জানানো হয়েছে, তিন সদস্যের কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিত।
তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি থাকবে নাকি প্রধান কমিটির নেতৃত্বে আরও সাব কমিটি তৈরি করা হবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। নতুন এই সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজন করে উপাচার্যের নাম পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। সেখান থেকে একটি নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন। তবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপাচার্যের নাম পছন্দ না হলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়া শুরু করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। দেশের শীর্ষ আদালতের তরফে এই সিদ্ধান্তের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ব্রাত্য বসু। তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে’।