ফুচকার জল থেকে হতে পারে কলেরা, বাঁচার উপায় বলছেন চিকিৎসক
আজকাল | ০৮ জুলাই ২০২৪
তীর্থঙ্কর দাস: বছর তিনেক পরে ফের শহরে কলেরা আক্রান্তের হদিশ। সম্প্রতি বিধাননগর পুরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের, জ্যাংরা এলাকার প্রবীর সেন(৩৫) কলেরায় আক্রান্ত হন। সোমবার তাঁর মল পরীক্ষা করা হলে কলেরার ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়। রবিবার তাঁকে অসুস্থ অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কীভাবে ছড়ায় কলেরা? কী বলছেন চিকিৎসক? খোঁজ নিল আজকাল ডট ইন। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ‘এই মুহূর্তে ভয় পাওয়ার কিছুই নেই, সতর্কতা অবলম্বন করলেই অনেকটা চিন্তা কমে যাবে। 'ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া থেকেই সূত্রপাত এই রোগের। শরীরের ক্ষুদ্রান্তে আক্রমণ করে এই ব্যাকটেরিয়া, ফলে শরীরে দেখা দেয় ডায়রিয়া'। তিনি আরও বলেন, 'সময় মতো চিকিৎসা শুরু না করলে মারাত্মক আকার ধারণ করতে পারে কলেরা। ভারতবর্ষের বর্তমান চিকৎিসা ব্যবস্থা এতটাই উন্নত যে আমরা এই রোগটাকে আয়ত্তের মধ্যে নিয়ে এসেছি।' অপরিচ্ছন্ন জল এবং খাবার থেকে ডায়রিয়া হওয়ার সম্ভবনা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসক। বলছেন, 'ফুচকা খাওয়ার সময় যে জল ব্যবহার করা হয় তা থেকেও ছড়ায় কলেরার ব্যাকটেরিয়া। অপরিছন্ন তেতুলের জল ব্যবহার করা হয়ে থাকে ফুচকা পরিবেশন করার সময়। প্রাথমিক পর্যায়ে কলেরা ধরা পড়লে রোগীকে ওআরএস দেওয়া যায়। হাসপাতালে ভর্তি হলে স্যালাইন এবং বিভিন্ন এন্টিবায়োটিকের মাধ্যমে রোগকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়।'