• রাজ্যপালের অভিযোগ, বিনীত-ইন্দিরার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কেন্দ্র ...
    আজকাল | ০৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার দুই পুলিশকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পথে কেন্দ্র। পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। রবিবার থেকে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে।
    গত ১৩ জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রাজ্যপাল বোসের অভিযোগ, পুলিশের এহেন পদক্ষেপে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন সিভি আনন্দ বোস। এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রানী মুখোপাধ্যায়ের দাবি, এই ধরনের কোনও পদক্ষেপ সম্পর্কে তাঁরা অবগত নন।
  • Link to this news (আজকাল)