হারিট হাই স্কুলে বিজ্ঞান বিভাগের উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: সোমবার হুগলির দাদপুরের হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন হল। বিজ্ঞান বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পোলবা দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র–ছাত্রী এবং অভিভাবকরা। হারিট হাই স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে এতদিন বিজ্ঞান পড়ানোর কোনও ব্যবস্থা ছিল না। এবার থেকে ছাত্র–ছাত্রীরা বিজ্ঞান নিয়ে পড়তে পারবে। বিজ্ঞান পড়াশোনার জন্য ল্যাবরেটরিও তৈরি করা হয়েছে। এদিন এই বিভাগের উদ্বোধন করার পরে সাংসদ বলেন, বিজ্ঞান বিভাগ চালু হল। সবসময় তিনি বড়দের অনুষ্ঠানে যান। বাচ্চাদের অনুষ্ঠানে আসার ইচ্ছা ছিল, তাই এসেছেন। পড়ুয়াদের উন্নতির জন্য যা যা করার সেটা তিনি করবেন। বিধায়ক তপন দাশগুপ্ত বলেছেন, এই বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির জন্য বিধায়ক তহবিল থেকে তিনি ৩ লক্ষ টাকা দেবেন। স্কুলের উন্নয়নে পরের বছর আরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, তাঁর স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকার জন্য একাদশে অনেকেই ভর্তি হত না, অন্য স্কুলে চলে যেত। সেটা ছিল তাঁদের জন্য অত্যন্ত দুঃখের। এদিন বিজ্ঞান বিভাগ চালু হল, তাই তাঁরা সকলেই খুশি। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় বিধায়ক সাংসদ সভাধিপতি সকলের কাছেই স্কুলের তরফে আবেদন জানানো হয়েছে।