কলকাতা পুলিশের দুই কর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা? মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই নির্দেশের পর রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট জানতে চাইলেন রাজ্যপাল। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে রাজ্যপাল জানতে চেয়েছেন কলকাতা পুলিশের দুই উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে নবান্ন কী ব্যবস্থা নিয়েছে।
তাছাড়া মাথাভাঙা এবং চোপড়ায় দুই তরুণীকে অত্যাচারের ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে রাজ্যপালের তরফে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি জানতে চেয়েছেন সংবিধানের ১৬৭ ধারায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রাজ্যপালের তরফে এই দুই বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। তবে পাল্টা নবান্নের তরফে এখনও কিছু জানানো হয়নি।