• ড্রেজিং থেকে জলছাড়া, ডিভিসির সমালোচনায় মমতা, চাইলেন প্রতিদিনের জলছাড়ার হিসাব...
    আজকাল | ০৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ড্রেজিং থেকে জলছাড়া। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'র কড়া সমালোচনার মুখে ডিভিসি। মমতার সাফ কথা, 'না বলে জল ছাড়া যাবে না। ডিভিসি কত জল ছাড়বে আমায় রোজ রিপোর্ট দিতে হবে।' সেইসঙ্গে ড্রেজিং না করার জন্যই যে ডিভিসির জলাধারে জল ধারনের ক্ষমতা বাড়ছে না সেই অভিযোগও করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার উদাহরণ দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, মালদায় কয়েকটি পরিবারকে সরানো হয়েছে। তুফানগঞ্জে ত্রাণকেন্দ্র চলছে। ফারাক্কার আশেপাশে বহু এলাকা জলে ভেসে যায়। জলপাইগুড়ি, মাল ক্ষতিগ্রস্ত। তবে উত্তর ও দক্ষিণ, দুই দিনাজপুরের পরিস্থিতিই স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে‌।

    এদিন সেই প্রসঙ্গে মমতা জানিয়েছেন, আগেরবারের মতো এবারও সেচ দপ্তর পর্যবেক্ষণ করবে। সমস্যা হলে মানুষ যাতে যোগাযোগ করতে পারেন সেজন্য একটি নম্বর দেওয়া হবে। এই প্রসঙ্গে সেনাবাহিনীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, উত্তরবঙ্গে ধস নামলে সেনার উচিত খেয়াল রাখা। তাঁরাই সেখান দিয়ে যাতায়াত করেন। কেন্দ্রের দায়িত্বের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা। ১০-১২ বছর ধরে দেখছে না। ফরাক্কায় ড্রেজিং করেনি। বাংলাদেশের সঙ্গে জল চুক্তির কথা স্মরণ করিয়ে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা হয়েছিল রাজ্যের যাতে সমস্যা না হয় সেজন্য ড্রেজিং করা হবে। পর্যটকদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গরমে যান। বর্ষায় পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে না যাওয়াই ভালো।
  • Link to this news (আজকাল)