বৃহস্পতিবার থেকে ভাসবে বাংলা, সতর্কতা জারি করল হাওয়া অফিস...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভরা আষাঢ় মাসেও কোথাও কোথাও দেখা মিলছে না বৃষ্টির। আবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। এরই মধ্যে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শহর কলকাতা এবং জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি থাকবে বুধবার পর্যন্ত। গত কয়েকদিনে তাপমাত্রাও বেড়েছে কিছুটা। তবে বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা জুড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সতর্কতা জারি করা হয়েছে ধসেরও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলা থেকে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে।