চোপড়াকাণ্ডে অমিত মালব্য, মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতা তরুণীর...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চোপড়ার ঘটনায় এবার নয়া মোড়। বিজেপি আইটিসেলের প্রধান অমিত মালব্য এবং বাম নেতা মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চোপড়ার নির্যাতিতা তরুণী। দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে তাঁর অভিযোগ, কোনোরকম অনুমতি ছাড়াই তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। চোপড়ার ঘটনায় প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, সালিশি সভার নাম করে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে এক তরুণীকে। যিনি মারধর করছেন তিনি এলাকার তৃণমূল বিধায়কের ডানহাত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি।
ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন মহম্মদ সেলিম এবং অমিত মালব্য দুজনেই। এর ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার করা হয় জেসিবিকে। ঘটনাকে ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শোকজ করা হয় স্থানীয় তৃণমূল বিধায়ককেও। এরই মধ্যে সোমবার পাল্টা এফআইআর করে ঘটনায় নতুন মোড় আনলেন নির্যাতিতা তরুণী। ঘটনায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আনতে কোনোরকম অনুমতি লাগে না। এক অত্যাচারের ভিডিও সামনে এসেছে। কিন্তু এই এফআইআর করার পিছনে কতটা চাপ রয়েছে সেটা দেখা যাচ্ছে না। কতটা চাপ থাকলে এই এফআইআর করতে পারেন ওই নির্যাতিতা তরুণী’।