গাড়ি ছেড়ে সাইকেলে চড়ুন! মুখ্যমন্ত্রীর তিরে পরিবহণ দপ্তর
এই সময় | ০৯ জুলাই ২০২৪
এই সময়: রাস্তায় গতি বাড়াতে পরিবহণ দপ্তরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু রাস্তা আটকে থাকায় ট্র্যাফিক জ্যাম হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পরে পরিবহণ দপ্তরকে গাড়ি ছেড়ে সাইকেলে চড়ার পরামর্শ দেন মমতা। যেখানে ট্রাম চলে না, সেখানে ট্রামলাইন নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।সোমবার নবান্নে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পরিবহণ বিভাগকে বলব, অনেক রাস্তা আপনাদের জন্য আটকে রয়েছে। যার ফলে ট্র্যাফিক জ্যাম হচ্ছে।’ তাঁর সংযোজন, ‘আপনারা, পরিবহণ দপ্তর খুব ধীরে চলেন। আপনাদের উচিত, গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চড়া। না হলে ১১ নম্বর গাড়ি মানে ‘পা’ ব্যবহার করা। পরিবহণ বিভাগ কিন্তু সিরিয়াসলি কাজ করছে না।’
প্রশাসন সূত্রের খবর, রাস্তায় যেখানে-সেখানে গাড়ি পার্ক করা থাকে। পুরোনো ও বাতিল গাড়িও রাস্তার ধারে দাঁড় করানো থাকে। তার ফলে রাস্তায় যানজট তৈরি হয়। মুখ্যমন্ত্রী এদিন সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সতর্ক করে দেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোমিনপুর থেকে হাজরা পর্যন্ত ট্রাম চলে না। কিন্তু ট্রামলাইনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। মারা যাচ্ছে। ট্রামের লাইনে বাইক বা স্কুটারের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটছে। পিছন থেকে অন্য গাড়ি এসে ধাক্কা মারছে।’ মমতার সংযোজন, ‘ট্রাম যখন চলেই না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তখন তার দায়িত্ব পালন করছে না।’
বৈঠকে এক আধিকারিক কোর্টের নির্দেশের প্রসঙ্গ তোলেন। ক্ষুব্ধ মমতা বলেন, ‘মানুষ মারা যাচ্ছেন, আর কোর্টের রায় দেখাচ্ছ আমাকে? তোমরা ঠিকমতো ফাইটটা করেছ, নাকি ছেড়ে দিয়েছ? মানুষের জীবনের দামের থেকে কোনও কিছু দামি নয়।’ গ্রাম-শহর সর্বত্রই রাস্তার উপরেই নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সরানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও পরিবহণ দপ্তরকে নির্দেশ দেন মমতা।