রাজ্যের আটটি কেন্দ্রীয় সংশোধনাগারে টেলিমেডিসিন পরিষেবা চালু করল রাজ্য...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের আটটি কেন্দ্রীয় সংশোধনাগারে টেলিমেডিসিন পরিষেবা চালু করল রাজ্য সরকার। প্রেসিডেন্সি, বারুইপুর, দমদম, বহরমপুর, মেদিনীপুর,বর্ধমান, বালুরঘাট এবং জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার গুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে।
এই পরিষেবায় রোগী এবং সংশ্লিষ্ট সংশোধনাগারের চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপশি, চালু করা হবে ই-প্রেসক্রিপশনও। সেই অনুযায়ী ওষুধের ব্যবস্থা করবে জেল কর্তৃপক্ষ।