আজকাল ওয়েবডেস্ক: সরকারি আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য তৃণমূল কাউন্সিলরদের মোটা টাকা দিতে হচ্ছে– এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এলাকা।
যদিও টাকা তোলার এই অভিযোগ অস্বীকার করে ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহা বলেন, ‘২০২১–২২ অর্থবর্ষের আগে আবাস যোজনার ঘর তৈরির জন্য উপভোক্তাকেই ২৫ হাজার টাকা তার অ্যাকাউন্টে জমা রাখতে হত। যা দিয়ে তার বাড়ির ভিত এবং আনুষঙ্গিক কাজ করা হত। কিন্তু পরবর্তীকালে সরকার এই নিয়ম বাতিল করে দেয়।’ তিনি বলেন, ‘ধুলিয়ান পুরসভা এলাকায় ২০২১–২২ অর্থবর্ষের আগের বহু বাড়ি নির্মাণের কাজ এখনও চলছে। কিন্তু অনেক উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ জমা করেননি। কাউন্সিলররা সেই টাকা জমা করতে বলেছেন। এর মধ্যে কোনও আর্থিক বেনিয়ম নেই।’