পুলিশের বিরুদ্ধে যুবককে ‘পিটিয়ে খুনের’ অভিযোগ, ঢোলাহাট থানায় চটি হাতে বিক্ষোভ স্থানীয়দের...
আজকাল | ০৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে যুবককে ‘পিটিয়ে খুনের’ অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারপর থেকেই অগ্নিগর্ভ ঢোলাহাট। রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। ঝাঁটা, চটি হাতে তেড়ে গিয়েছেন থানার দিকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ৩০ জুন ঢোলাহাটের ঘাটমুকুলতলায় একটি চুরির ঘটনা ঘটেছিল। চুরির অভিযোগে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জামিনে মুক্তি পান যুবক। কিন্তু যুবকের পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাতে পার্কসার্কাসের বেসরকারি হাসপাতালে যুবক মারা যান। এরপরই পরিবারের অভিযোগ, চিকিৎসকরা জানিয়েছেন ওই যুবকের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে যুবকের পরিবার। অন্তত চার পুলিশ কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। সুন্দরবনের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে মৃত যুবকের পরিবারের তরফে। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে ঢোলাহাট থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো গ্রামবাসী। চটি হাতে পুলিশ কর্মীদের শাসাতে দেখা যায় তাঁদের।