• বাংলার আকাশে দুর্যোগ, টানা ৩ দিন লাগাতার বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?
    আজ তক | ০৯ জুলাই ২০২৪
  • রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। রাজ্যজুড়ে টানা তিনদিন বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া বিভাগের।  মৌসম ভবনের পূর্বাভাস, মৌসুমী বায়ু এখন সক্রিয়। সেই কারণে বৃষ্টি চলছে লাগাতার। এমনিতেই পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেরকমই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। 

    মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে চারদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।  পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়েও ওই কটা দিন প্রচুর বৃষ্টিপাত হতে পারে। 

    বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। 

    তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কেরলা ও মাহে, লক্ষদ্বীপ, এবং কর্ণাটক সহ নানা জায়গাতে এই কদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।  অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার মতো উপকূলীয় রাজ্যগুলিতেও  বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ জুড়ে। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আগামী পাঁচ দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে আবার মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের নানা এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হবে। 
  • Link to this news (আজ তক)