• চার কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, বুধবার ১০ জুলাই। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেজন্য মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ভোটের প্রস্তুতি এখন তুঙ্গে। এজন্য ডিসিআরসি-তে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। মানিকতলা কেন্দ্রের জন্য ইভিএম মজুত করা হয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার ভোট কর্মীরা সেখানে থেকে ইভিএম সহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী সংগ্রহ করেন। একইভাবে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের ভোট কর্মীরাও ইভিএম সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা হয়েছেন। ভোট কর্মীরা এখন ইভিএম-এর যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখছেন। পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে মানিকতলা কেন্দ্রের হাতিবাগান এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের চিত্র ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)