ভিড়ে পদপিষ্ট হওয়া থেকে বাঁচার কৌশল কী? বিশেষ ভিডিয়ো বার্তা পুলিশের
এই সময় | ১০ জুলাই ২০২৪
হাথরসের ঘটনা চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে! যে কোনও ধর্মীয় বা সামাজিক জমায়েতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। ভিড়ে ঠেলাঠেলিতে একটু বেসামাল হলেই বড় বিপদের সম্ভাবনা থাকে। এমনকি, পদপিষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিড়ের মাঝে নিজেকে সামলাবেন কী ভাবে? শিক্ষামূলক ভিডিয়ো শেয়ার করে বিশেষ বার্তা দিল রাজ্য পুলিশ।গত মঙ্গলবার হাথরসের মুগলগঢ়হীতে একটি ‘সৎসঙ্গ’ সভার ডাক দিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে ‘ভোলে বাবা’। খোলা মাঠে তাঁবু খাটিয়ে এই ‘সৎসঙ্গ’-এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মিটে যাওয়ার পরেই সভায় আগত দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ির মধ্যে পড়ে যায়। পদপিষ্ট হয়ে মারা যান ১২১ হন। আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে আছেন।
এরকম ধরনের কোনও ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক সভার আয়োজন প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন রাজ্যে। কাতারে কাতারে মানুষের ভিড় হয় সেই সভা বা জমায়েতে। ভিড়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায় সভা বা জমায়েতে উপস্থিত থাকা মানুষের মধ্যে। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। ভিড়ের মধ্যেই ঠেলাঠেলিতে পড়ে গিয়ে আহত বা নিহত হওয়ারও সম্ভাবনা থাকে।
সম্প্রতি আমাদের রাজ্যে শ্রাবণী মেলা শুরু হতে চলেছে। সেখানেও প্রচুর দর্শনার্থীদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। এর পাশাপাশি ভিড়ের মাঝে নিজের ব্যালেন্স ঠিক রাখার জন্য কী করণীয়, ভিড়ের মধ্যে হাঁটাচলার সময় কী কৌশল অবলম্বন করা দরকার, সেই নিয়ে ভিডিয়ো বার্তা দেওয়া হল রাজ্য পুলিশের তরফে।
এই ভিডিয়ো বার্তায় জানানো হয়, কী ভাবে নিজের হাত দুটোকে সামনে রেখে ভিড়ের মাঝে হাঁটতে হবে। বক্সাররা যেভাবে দাঁড়ান, সেই ভঙ্গিতে ভিড়ের মাঝে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। ভিড়ের মাঝে পড়ে গেলেও কোনওভাবে চিত হয়ে শুয়ে থাকা উচিত নয়। পড়ে গেলে নিজেকে গুটিয়ে নিয়ে পাশ ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। এরকমই নানা উপদেশ দিয়ে একটি শিক্ষামূলক ভিডিয়ো দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে।