• সমকামী সম্পর্কে বাধা পরিবারের, বিয়ের দু'দিন আগে চরম সিদ্ধান্ত যুবতীর...
    আজকাল | ১০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দু'জনের এক নাম। তাঁদের মধ্যে স্কুলেই পরিচয়। ঘোরাফেরা, খাওয়াদাওয়া। ওঠাবসাও একসঙ্গেই। পরস্পর পরস্পরের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়েন ভালোবাসায়। একজন আরেকজনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। অজুহাত, তাঁরা সমকামী। দু'জনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। একজনের বাড়ি গলসির খানোতে। সম্পর্ক ভাঙতে বাড়ির লোক তাঁকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু তারপরও তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল মোবাইল ফোনে। টের পেয়ে বাড়ির লোক মোবাইল ফোনের রিচার্জ করাও বন্ধ করে দেন। বিয়ে ঠিক করেন। বিয়ের দু'দিন আগে তাঁর ওই বন্ধু ফোন রিচার্জ করে দেন। দু'জনের মধ্যে কথাও হয়। এরপরেই কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন খানোর বাসিন্দা ওই তরুণী। মঙ্গলবার সকালে সব শেষ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতার মামার অভিযোগ, ওই মেয়েটির জন্যই তাঁর ভাগ্নী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
    এদিন হাসপাতালে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, তাঁর ভাগ্নীকে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে ওই তরুণী অনেকবার ডেকে নিয়ে গিয়েছেন। ভাগ্নীকে শাসন করা হয়েছে অনেকবার। এমনকী দু'বছর হল স্কুল থেকে ছাড়িয়েও দেওয়া হয়। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল।‌ গত মাসেই বিয়ের দিন ছিল। কিন্তু বিয়ের দু'দিন আগে ভাগ্নী কীটনাশক খান। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর ভাগ্নীর মৃত্যু হয়। গোটা ঘটনার জন্য তিনি তাঁর ভাগ্নীর ওই বন্ধুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
  • Link to this news (আজকাল)