বাধা কি ‘মাওবাদী’ তকমা? অর্ণব দামের গবেষণা ঘিরে অনিশ্চয়তা, প্রাক্তন মাও নেতার পাশে তৃণমূল, বামেরা ...
আজকাল | ১০ জুলাই ২০২৪
বিভাস ভট্টাচার্য: বাধা কি ‘মাওবাদী’ তকমা? তাই পরীক্ষায় প্রথম হলেও ইতিহাস নিয়ে আপাতত গবেষণা করা হচ্ছে না অর্ণব দামের। মঙ্গলবারই তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, বিশেষ কারণে ইতিহাসের পিএইচডি কোর্সে ভর্তি আপাতত পিছিয়ে দেওয়া হল। ফলে অনিশ্চিত হয়ে পড়ল অর্ণবের গবেষণা।
যদিও অর্ণব পাশে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান–সহ তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই’কে। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, ‘ভর্তির প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অর্থ এই নয় সেটা বন্ধ রাখা হয়েছে। আমরা খুবই আশাবাদী পুরো বিষয়টি একটি নিয়ম মেনেই হবে। সমাজের মূল স্রোতে অর্ণবের ফিরে আসাটা খুব ইতিবাচক। জেলে থেকেও অনেকে লেখাপড়া এগিয়ে নিয়ে গেছেন। রাষ্ট্র সবসময় চায় যে কোনও বিপথগামী মানুষ আবার মূল স্রোতে ফিরুক। সে কারণেই জেলখানার নাম হয়েছে ‘সংশোধনাগার’।’ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য সবচেয়ে বেশি আগ্রহী। তাই আমরা চাই নিয়ম অনুযায়ী তাঁকে গবেষণার সুযোগ দেওয়া হোক। যদি সত্যিই বর্ধমান বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে তার আমরা প্রতিবাদ জানাবো।’ এএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘ছেলেটির মেধার ভিত্তিতে যা যা প্রাপ্য তা ওঁর পাওয়া উচিত।’