‘ধর্মের সঙ্গে কমিউনিস্টের সঙ্ঘাত নেই’, বলছেন সৃজন, সেলিমের কথায় সায় দীপ্সিতা, প্রতীক উরের ...
আজকাল | ১০ জুলাই ২০২৪
রিয়া পাত্র
প্রতীক উর রহমান বলছেন, ‘বামপন্থীদের গায়ে বরাবর ট্যাগ লাগানো হয় বামপন্থীরা ধর্মবিরোধী। তবে মনে রাখতে হবে, বামপন্থী সরকার যতদিন বাংলায় ছিল, ততদিন সাধারণ মানুষ যে যাঁর ধর্ম পালন করত। সরকার তাতে মাথা ঘামাত না। তৃণমূল-বিজেপি ধর্মকে রাজনীতিতে টেনে আনা হয়েছে। কমিউনিস্ট পার্টি ধর্মচারণে বাধা দিয়েছে এই রেকর্ড বাংলায় নেই।‘ অর্থাৎ সেলিম-মন্ত্যব্যে সায় রয়েছে তাঁরও। বামেদের অন্যতম তরুণ মুখ দীপ্সিতা ধর। সেলিম-মন্তব্যে বলছেন, ‘যেখানে ধর্মাচরণ বা ধর্মীয় অনুষ্ঠানের সামাজিক একটা দিক রয়েছে, তেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার আপত্তি নেই। এখন ধর্মাচরণের অংশ হিসেবে কেউ যদি বলে দণ্ডি কেটে স্বামীর পা ধোওয়া জল খেতে হবে, সেই চরমপন্থার পথে যাওয়ার পক্ষপাতি আমি নই। ইদ কিম্বা খ্রিস্টমাস, দুর্গাপুজো-সবেরই একটা সামাজিক উৎসবের চেহারা রয়েছে। তাতে আমাদের অংশ নিতেই শেখানো হয়েছে। এসএফআই-এর শুরুর দিনে তখন আমাদের শেখানো হত, যেখানেই ছাত্ররা থাকবে, সেখানেই আমাদের থাকতে হবে। এক্ষেত্রেও তাই। যেখানে মানুষ থাকবেন সেখানেই থাকতে হবে আমাদের।‘