বিধানসভা উপনির্বাচন, কোথায় কত পুলিশ জানাল নির্বাচন কমিশন...
আজকাল | ১০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বিধানসভা নির্বাচন। নির্বাচন রয়েছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। চার কেন্দ্রেই ভোটের আগে তুঙ্গে রয়েছে নিরাপত্তা। ৪৮ ঘণ্টা আগে শেষ হয়েছে প্রচার। ইতিমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ১০৯৭ বুথে ভোট হবে বুধবার। রাজ্য পুলিশ থাকবে ৩৬৫০। মোট সিএপিএফ কোম্পানি থাকবে ৭০ কোম্পানি। রায়গঞ্জে স্পর্শকাতর বুথ রয়েছে ১৪টি, রানাঘাট দক্ষিণে ৯০টি, বাগদায় ৩৯টি এবং মানিকতলায় ২১টি।